• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসির পিএসজির প্রতিপক্ষ সিটি, সহজ গ্রুপে রিয়াল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:৩০ পিএম
মেসির পিএসজির প্রতিপক্ষ সিটি, সহজ গ্রুপে রিয়াল 

আবারও শুরু হচ্ছে ফ✤ুটবল ভক্তদের রাত জাগার উপলক্ষ্য। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে। ꧃এরই মধ্যে এর ড্র হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।

মেসির দল পিএসজি পেয়েছে গতবারের রꦏানার্স আপ ম্যানচেস্টার সিটিকে। অপরদিকে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে মাদ্রিদের ক্লাবটি। 

অন্যদিকে ২০১৯–২০ মৌসুমের কোয়ার্টার ꧒ফাইনালে ৮–২ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা এবার গ্রুপ পর্বেই খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

তুলনামূলক কঠিন গ্রুপে হয়েছে গ্রুপ ‘বি’। এই গ্রুপে রয়েছে লা লিগা চ্যা🌼ম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল, ইতালির এসি মিলান ও পর্তুগালের ক্লাব পোর্তো। 

আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলꦆা।

চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ- 

💝‘এ’ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

&lsquoܫ;বি’ গ্রুপ: আতলেতিকো মাদ্রিদ, লি🐟ভারপুল, পোর্তো, এসি মিলান

‘সি’ গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়🐷াক্স, ꦑবেসিকতাস

‘ডি’ গ্রু♍প: ইন্টার ম💜িলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ তিরাসপুল

‘ই&r🤪squo; গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামোꦅ কিয়েভ

&lsqu🌳o;এফ’ গ্রু: ভꦇিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ

‘জি’ গ্রুপꦯ: 🥂লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক

‘এইচ’ গ্রুপ: চেলসি, ইউভেন্তুস,✤ জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো

Link copied!